রবিবার, ২৮ জুলাই, ২০১৩

অর্ধ-বার্ষিকী মনিটরিং এবং ইভ্যালুয়েশন কনফারেন্স ২০১৩ উপলক্ষ্যে জিএনবি এডমিন ডিরেক্টরের বানী



জিএনবি এডমিন ডিরেক্টরের বানী


অর্ধবার্ষিকী ব্যবস্থাপকীয় সম্মেলন ২০১৩
এডমিন ডিপার্টমেন্ট থেকে শুভেচ্ছা!


২০১৩ সালের অর্ধবার্ষিকী ব্যবস্থাপকীয় সম্মেলনে আসার পূর্বে বেশ কিছু সফলতা অগ্রগতি অর্জিত হয়েছে, যা আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার ফল ২০১২ সালের সার্বিক অর্জনের জন্য আমরা পেয়েছিআউটস্ট্যান্ডিং এচিভমেন্ট এওয়ার্ড সকলকে এউপলক্ষে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীত কান্ট্রি ডিরেক্টরের সুযোগ্য এবং গতিশীল নেতৃত্বের প্রতি

বছরের মাঝামাঝি সময়ে আমরা পেলাম আরেকটি আঞ্চলিক কার্যালয়, উত্তরাঞ্চল নতুন অফিস, নিজস্ব ভবন এবং সাথে একটি নতুন প্রকল্প, নীলফামারি সিডিপি! ঠাকুর-দিনাজ প্রকল্প এখন ৩টি স্বাধীন সিডিপি সমষ্টি, যা বছর শেষ হলেই সম্পূর্ণভাবে আলাদা হবে এসবই গুডনেইর্বাস বাংলাদেশ-এর প্রতিশ্রুতিশীল অগ্রগতি এবং কর্মীদের আন্তরিকতার যোগফল নতুন সিডিপি এবং নতুন আঞ্চলিক কার্যালয়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা

প্রকল্পের স্থানীয় আয় (PIG) অর্জনে আমরা বিশেষ কোন অগ্রগতি সাধন করতে না পারলেও বিগত বছরের চেয়ে তা অনেক বেশি মোট বিনিয়োগের বিপরীতে এপর্যন্ত আমরা ৪৯% রিটার্ন পেয়েছি, যা বছর শেষ হবার সাথে সাথে কমপক্ষে ৬১% গিয়ে দাঁড়াবে জিএনআই-এর সাধারণ অনুদানের বিপরীতে গতবছরে আমাদের PIG ছিলো .০৪%, এবছর জুন পর্যন্ত আমরা পেয়েছি %, বছর শেষে হবে % এঅবস্থা থেকে আমাদেরকে দ্রুত এগিয়ে আসতে হবে

অর্ধবার্ষিকী প্রশাসনিক মূল্যায়নে নিয়মিত বিষয়ের (প্রতিবেদন ভিত্তিক) পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে যোগ হয়েছে প্রকল্প পরিদর্শনের ফলাফল পূর্বঘোষিত পরিকল্পনা মোতাবেক প্রথম ত্রৈমাসিক মূল্যায়ন হয়েছে স্ব স্ব প্রকল্পের নিজস্ব নম্বর দিয়ে প্রজেক্ট পরিদর্শন হয়েছে তাদেরই প্রদত্ত মূল্যায়নের প্রেক্ষিতে তাতে ৮৩%  অর্জন আমরা পেয়েছি নিয়মিত বিষয়গুলো অন্তর্ভূক্ত করে সার্বিকভাবে ৯৫% অগ্রগতি আমরা সাধন করতে পেরেছি মাসিক স্ট্যাটাসগুলোতে গুরুত্ব দিয়ে পিছিয়ে-পড়া প্রকল্পগুলোকে এগিয়ে আসতে দেখে আমরা আনন্দিত সকলকে অভিনন্দন

অর্থ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় আমাদের অর্জন মোটামুটি সন্তোষজনক হলেও সম্পদ ব্যবস্থাপনায় আমাদেরকে অনেক দূর পাড়ি দিতে হবে বছরের পরবর্তি সময়গুলোতে আমাদের বেশি মনোযোগ থাকবে সম্পদ, নির্মাণ, ভূমি, স্টক ইনভেন্টরি ব্যবস্থাপনার প্রতি আমাদের মূল্যায়নও সেদিকেই পরিচালিত হবে

আশা করছি, আঞ্চলিক এবং অপারেশনাল মূল্যায়নে আরও গুরুত্বপূর্ণ বিষয় বের হয়ে আসবে তাতে বর্তমান বছরে আরও অধিকতর অগ্রগতি নিয়ে আরও বড় কোনএওয়ার্ডঅর্জনের জন্য আমরা প্রস্তুত হতে পারবো পরিশেষে, সকলকে সুস্বাস্থ্য এবং সফল সম্মেলনের শুভেচ্ছা জানাই




মাঈনউদ্দিন মইনুল
এডমিন ডিরেক্টর
জিএনবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন