মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

সমবায় সমিতির মাধ্যমে প্রথম ঋণ বিতরণ

মৌলভীবাজার কমিউনিটি ডিভেলপমেন্ট প্রকল্প


‘ঋণের টাকা তুলে দেয়া হচ্ছে’



গত ২৭ ফেব্রুয়ারি ২০১৩ মৌলভীবাজার কমিউনিটি ডিভেলপমেন্ট প্রকল্পের কমলগঞ্জ সমবায় সমিতির প্রথম ঋণ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার অখিল বাড়ৈ, সভাপতি মিনারা বেগম, প্রকল্প অপারেশনাল অফিসার এলাহি, কো-অপারেটিভের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ৪০ জন ঋণ গ্রহণকারী  প্রথম ঋণের পরিমাণ হিসাবে প্রত্যেককে প্রদান করা হয় পাঁচ হাজার টাকা করে পরিবারিকভাবে অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি, দারিদ্রতা বিমোচোন, এবং বেকারত্ব  হ্রাস করার জন্য এই ঋণ প্রদান করা হয় হস্ত শিল্প কাজের জন্য ছাগল গরু পালন, শাক সবজির ব্যবসা এবং এসএমই কাজের জন্য এই ঋণ তারা গ্রহণ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে,‘দারিদ্রতা বিমোচন করার জন্য আপনারা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ঋণ নিচ্ছেন, আশাকরি সে উদ্দেশ্যকে কেন্দ্র করে সুন্দরভাবে কাজ করবেন এবং ঋণ পরিশোধ করবেন যতবেশী পরিশোধ করবেন ততবেশী ঋণ পাবেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের হাতে ঋণের টাকা তুলে দেন
 

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

সমবায় সমিতির মাধ্যমে প্রথম ঋণ বিতরণ


সিরাজ্ঞগঞ্জ কমিউনিটি ডিভেলপমেন্ট প্রকল্প


Ôকান্ট্রি ডিরেক্টর ও 50 জন ঋণ গ্রহনকারীÕ
Ôঋণ গ্রহীতার হাতে ঋণের টাকা তুলে দিচ্ছেনÕ
গত ১৪ ফেব্রুয়ারি ২০১৩ সিরাজ্ঞগঞ্জ কমিউনিটি ডিভেলপমেন্ট প্রকল্পের রায়গঞ্জ ফারমারস সমবায় সমিতির মাধ্যমে দরিদ্র পরিবারগুলোতে প্রথম ঋণ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডনেইর্বাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি: সুং হিয়ং লি এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মিস: হেনা কওন, সমবায় সমিতির সভাপতি মিস: তাপসি রাণী সুর,  প্রকল্প ম্যানেজার মি: সাইমন অধিকারী, কো-অপারেটিভ সদস্যবৃন্দ এবং ৫০ জন ঋণ গ্রহণকারী জন প্রতি এই প্রথম ঋণের পরিমাণ ছিল ৫০০০ টাকা পারিবারিক আয় বৃদ্ধি মূলক কাজ করার জন্য এই ঋণ প্রদান করা হয় যেমন: গরু বা হাঁস মুরগি পালন,ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি প্রধান অতিথি তার বক্তব্যে বলেনআপনারা যে টাকা ঋণ নিচ্ছেন সে টাকা দিয়ে গরু কিনবেন এবং পালন করবেন যে আয় হবে তা দিয়ে পরিবার চালাবেন পরিশেষে ৫০ জনকে নিজ হাতে ঋণের টাকা তুলে দেন