বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

২১শে বই মেলায় জিএনবি শিশু পরিষদ




গুডনেইবারস বাংলাদেশ পরিচালিতগুডনেইবারস ভাটারা স্কুল - এর সকল ছাত্র/ছাত্রীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু পরিষদ গঠন করা হয়েছে  গত ১৯ র্ফেরুায়ারি ২০১৩ তারিখেশিশু পরিষদের সদস্য ভূক্ত সকল ছাত্র/ছাত্রী সহ দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বাংলা একাডেমীতে ২১শে বই মেলায় নিয়ে যাওয়া হয় শিশু পরিষদের সদস্যরা বইমেলায় গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে দেখে এবং তাদের পছন্দমত নানা ধরনের বই সংগ্রহ করে এই সময়ে বিভিন্ন গণমাধ্যম থেকে বই মেলাতে আসা টেলিভিশন পত্রিকা সাংবাদিকদের কাছে তারা সাক্ষাতকার দেয় সাক্ষাতকারে তাদের উদ্দেশ্য দাবির কথা তুলে ধরে তারা বলে,“আমরা যেমন নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বই মেলাতে এসেছি তেমনি সকল শিশুদের  আমরা আহব্বান জানাই তারা যেন বই মেলাতে আসে এবং সকল শিশুর- বই পড়ার অধিকার আছে তা যেন তারা বুঝতে পারে শিশু পরিষদের পরিচালনায়আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় এই ধরনের কার্যক্রম অন্যান্য সকল শিশুদের মনে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন