সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

জাতীয় শিশু দিবস-২০১৩ উদযাপন

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগীতা প্রয়োজন শিশুদের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ডের ধারাবাহিকতায় গুডনেইর্বাস বাংলাদেশ এর দোহার, মৌলভিবাজার, ঘাটাইল এবং কালাই প্রকল্প এলাকায় গত ১৭ মার্চ পালিত হয় জাতীয় শিশু দিবস শিশুদের সতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে র‌্যালী দিয়ে অনুষ্ঠানের শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সমাজের বিভিন্ন স্তরে শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরেন বিশেষ করে তারা বাল্য বিবাহ প্রতিরোধ এবং শতভাগ জন্মনিবন্ধনের বিষয়ে শিশুদেরকে সচেতন হতে বলেন শিশুদের অধিকার সংরক্ষণ বাস্তবায়নের জন্য গুডনেইর্বাস আরো অনেক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বলেন তারা শিশুদের বেড়ে ওঠার জন্য অনুকুল পরিবেশ তৈরী করতে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের আহ্বান জানান অন্যান্য বক্তারাও শিশুর জন্ম নিবন্ধন বাল্যবিবাহ রোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিশুরাও সমস্বরে তাদের অধিকার আদায়ের ব্যাপারে দৃঢ়তা ব্যক্ত করে অনুষ্ঠানসূচীর মাঝে উল্লেখযোগ্য ছিলো র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অংশগ্রহণকারীদের মাঝে হালকা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

 

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

দোহার প্রকল্প - আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন




২১ ফেব্রুয়ারি ২০১৩ ছিল আন্তর্জাতিক শহীদ দিবস মাতৃভাষা দিবস প্রত্যেকটি বাঙালির কাছে এদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুডনেইর্বাস দোহার প্রকল্প অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করেন এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক,অতিথি কর্মীবৃন্দ সহ মোট ৫১১ জন অংশগ্রহণ করেন এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল দিবসটির তাৎপর্য দেশাত্ববোধ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এই অনুষ্ঠানের বিশেষ অংশে ছিল প্রভাত ফেরি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ব্যক্তিবর্গের বক্তব্য ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দেশাত্ববোধক গান, নাচ কবিতা আবৃতি করেন এই ধরনের দিবস উদযাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ইত্যাদির ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি হয়