বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩

বার্ষিক শিক্ষক প্রশিক্ষণ



প্রতি বছরের মত এই বছরেও -৯ই ডিসেম্বর  নাজারেত সেন্টার আনন্দপুর সাভারে গুডনেইর্বাস বাংলাদেশ পরিচালিতবার্ষিক শিক্ষক প্রশিক্ষণ - ২০১২অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণের মূল প্রশিক্ষণার্থী  হিসাবে সকল প্রকল্পের সহকারী শিক্ষকবৃন্দ ,এডুকেশন ইনচার্জগণ অংশগ্রহণ করেন এছাড়াও অপারেশনাল ডিরেক্টর, অপারেশনাল সিনিয়র ম্যানেজার,অপারেশনাল সিনিয়র অফিসার,ট্রেনিং কো-অর্ডিনেটর এবং অপারেশনাল অফিসার গণ রিসোর্স পার্সন হিসাবে অংশগ্রহণ করেন সর্বমোট ৫৩ জন সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণের মূল বিষয় ছিলজিএনবি শিক্ষা কর্মসূচিকে  নবরূপে সাজানো এই প্রেক্ষিতে- শিক্ষা কর্মসূচিতে শিশু অধিকারগুলি কি, শিক্ষা সাব-কমিটি কি এবং এর গুরুত্ব কি,শিক্ষার্থীর উন্নয়নে শিক্ষক অভিভাবকের ভূমিকা, শিক্ষার্থীর সাথে শিক্ষকের যোগাযোগ কেমন হবে,শিশুর সুরক্ষাগুলো কি, শিক্ষা কর্মসূচির অর্জন কিভাবে পরিমাপ করা যায়,শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা কেমন হবে, কিভাবে শিক্ষা কর্মসূচির রিপোর্টিং করতে হয় এবং ফিডব্যাক কি অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সেশন নেয়া হয় আমারা বিশ্বাস করি এই প্রশিক্ষণার্থীরা এই বিষয়গুলি থেকে অনেক কিছু শিখতে পেরেছে যা পরবর্তীতে তারা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হয় এবং সকলের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন