সুন্দর আগামীর অপেক্ষায়
রোকসানা আক্তার রিপা
রোকসানা আক্তার রিপা গুডনেইবারস ঘাটাইল প্রকল্পের অন্তর্ভূক্ত একজন গরীব আইডিভূক্ত শিশু। সে তার পড়ালেখায় অনেক মনোযোগী ও ২০১২ সালের জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে। হঠাৎ করে তথা কথিত ঘটকের মাধ্যমে রিপার বিয়ের কথাবার্তা চলতে থাকে এবং ছেলে প্রবাসী হওয়ায় তার পরিবারের সকলে এ বিয়েতে সম্মতি দেয়। কমিউনিটির লোক মারফত ও বর্তমান কো-অপারেটিভ সভাপতির মাধ্যমে আমাদের প্রকল্প অফিসে শিশুটির বিয়ের খবর অসলে গুড নেইবারস ঘাটাইল প্রকল্পের কিছু শিক্ষক, কো-অপারেটিভ সদস্য, কো-অপারেটিভ সভাপতি ও প্রকল্প কর্মকর্তা/কর্মচারী শিশুটির বাবা, মা এর সাথে কথা বললে তারা বুঝতে পারে যে তারা একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। শিশুটির সাথে কথা বলে জানা যায় তার বাবা/মা শিশুটির সাথে কোন কথা না বলেই তারা বিয়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া রিপাও এ বিয়েতে রাজি ছিল না। সে আরও পড়ালেখা করতে চায়। গুডনেইবারস এর সহযোগিতার জন্য তার আগামী দিনের পড়ালেখা করে বড় হওয়ার সপ্ন পূরণ হবে। এ জন্য সে গুডনেইবারস এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। রিপা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল প্রকল্পের সহযোগিতায় পূর্বের ন্যায় নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে ও ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন