মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

সাফল্যগাথা

সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত 
শাহানাজ পারভীন এর সাফল্যগাথা

নাম তার শাহানাজ পারভীন। এক ছেলে, এক মেয়ে এবং স্বামী এই চার জনের সংসার। ছেলেটি গুড নেইবারস বাংলাদেশ সিরাজ গঞ্জ সিডিপি-র একজন আইডি ভুক্ত শিশু। আইডি নং সি-০১৫৩৮। পারিবারিক আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয়। এ সময় তিনি বাড়িতে বসে উপার্জনের উপায় খুজছিলেন যাতে করে সংসারের অনটন খানিকটা কমে। এমন সময় তিনি জানতে পারেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজ গঞ্জ সিডিপি আইডি শিশুর মায়েদের জন্য আয় বৃদ্ধিমূলক কর্মসূচীর আওতায় সেলাই প্রশিক্ষণ প্রদান করে। তিনি আশার আলো দেখতে পান। তিনি প্রশিক্ষণ গ্রহনের জন্য আবেদন করেন এবং চার মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। সেলাই প্রশিক্ষণ কর্মসূচী থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি নিজে ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ নেন। বাড়িতে বসে তিনি পোশাক প্রস্তুত করতে শুরু করেণ। 
 
প্রথম দিকে তার পসার তেমন না জমলেও দিনে দিনে তার তৈরী পোশাকের চাহিদা বাড়তে থাকে। বর্তমানে তিনি একজন স্বাবলম্বী নারী। তিনি তার উপার্জনের টাকায় তার স্বামীর চিকিৎসা সহ পরিবারের আর্থিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করছেন। তিনি বলেন আমি গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি-র কাছে কৃতজ্ঞ কারণ এ সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে আমি স্বাবলম্বী হতে পেরেছি। আমার সন্তানদের লেখাপড়া সহ অন্যান্য খরচ জোগাতে পারছি। আমি গুড নেইবারস বাংলাদেশ সিরাজ গঞ্জ সিডিপি-র উত্তরোত্তর সাফল্য কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন