জেসমিন এখন মুক্তভাবে শ্বাস নিতে পারছে
গুড নেইর্বাস বাংলাদেশ মিরপুর প্রকল্পের সহায়তায় দীর্ঘদিনের ক্রনিক টনসিলাইটিস এবং এডিনোয়িড হাড় বৃদ্ধি থেকে মুক্তি পেল স্পন্সর শিশু জেসমিন আক্তার। তার নাকের হাড় বৃদ্ধি পাওয়ায় বিগত ৮ মাস ধরে সে শ্বাস কষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলো। মিরপুর প্রকল্প অফিসে আসলে তার মা-বাবাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে বলা হয় এবং তাকে নাক কান গলা হাসপাতালে রেফার করা হয়। তার পর জেসমিন এর মা-বাবা তাকে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে নিয়ে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখালে ডাক্তার তাকে ঔষধ দিয়ে দেন। চিকিৎসা চলতে থাকে। কিন্তু যত দিন যায় ততই জেসমিন এর নাকের হাড় বৃদ্ধি হয়ে শ্বাস কষ্ট বাড়তে থাকে।
এমতাবস্থায় জেসমিন এর মা-বাবা তাকে ইসলামি ব্যাংক হাসপাতাল এর কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল মান্নানকে দেখান। তিনি জেসমিনকে জরুরী ভিত্তিতে অপারেশন করতে বলেন। কিন্তু অপারেশনের খরচ যোগানোর সামর্থ্য তার বাবা মায়ের ছিলোনা।এমন দুর্দিনে তাদের পাশে এসে দাড়ায় গুড নেইর্বাস বাংলাদেশ মিরপুর প্রকল্প। জেসমিনের সমস্ত চিকিৎসা খরচ বহন করা হয় প্রকল্প অফিস থেকে। সকলের সহযোগিতায় ৩ই আগষ্ট সফলভাবে তার অপারেশন সম্পন্য হয়। জেসমিন বর্তমানে সুস্থ্য আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন