সোমবার, ১৮ মার্চ, ২০১৩
সমবায় সমিতির মাধ্যমে প্রথম ঋণ বিতরণ
সিরাজ্ঞগঞ্জ
কমিউনিটি
ডিভেলপমেন্ট
প্রকল্প
Ôকান্ট্রি ডিরেক্টর ও 50 জন ঋণ গ্রহনকারীÕ
Ôঋণ গ্রহীতার হাতে ঋণের টাকা তুলে দিচ্ছেনÕ
গত
১৪
ফেব্রুয়ারি
২০১৩
সিরাজ্ঞগঞ্জ
কমিউনিটি
ডিভেলপমেন্ট
প্রকল্পের
রায়গঞ্জ
ফারমারস
সমবায়
সমিতির
মাধ্যমে
দরিদ্র
পরিবারগুলোতে
প্রথম
ঋণ
বিতরণ
করা
হয়
।
এই
অনুষ্ঠানে
প্রধান
অতিথি
হিসেবে
উপস্থিত
ছিলেন
গুডনেইর্বাস
বাংলাদেশের
কান্ট্রি
ডিরেক্টর
মি
:
সুং
হিয়ং
লি
।
এছাড়াও
উপস্থিত
ছিলেন
ম্যানেজিং
ডিরেক্টর
মিস
:
হেনা
কওন
,
সমবায়
সমিতির
সভাপতি
মিস
:
তাপসি
রাণী
সুর
,
প্রকল্প
ম্যানেজার
মি
:
সাইমন
অধিকারী
,
কো
-
অপারেটিভ
সদস্যবৃন্দ
এবং
৫০
জন
ঋণ
গ্রহণকারী
।
জন
প্রতি
এই
প্রথম
ঋণের
পরিমাণ
ছিল
৫০০০
টাকা
।
পারিবারিক
আয়
বৃদ্ধি
মূলক
কাজ
করার
জন্য
এই
ঋণ
প্রদান
করা
হয়
যেমন
:
গরু
বা
হাঁস
মুরগি
পালন
,
ক্ষুদ্র
ব্যবসা
ইত্যাদি
।
প্রধান
অতিথি
তার
বক্তব্যে
বলেন
‘
আপনারা
যে
টাকা
ঋণ
নিচ্ছেন
সে
টাকা
দিয়ে
গরু
কিনবেন
এবং
পালন
করবেন
।
যে
আয়
হবে
তা
দিয়ে
পরিবার
চালাবেন
।
’
পরিশেষে
৫০
জনকে
নিজ
হাতে
ঋণের
টাকা
তুলে
দেন
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন