রবিবার, ১০ মার্চ, ২০১৩

আজরিনের গল্প



একটি সুখের হাসি, আমরা পাশে আছি
‘অপারেশনের পর হাসপাতালে’
আজরিন প্রায় বছর ধরে হৃদরোগে ভুগছিল আজরিনের বাবা-মা টাকার অভাবে আজরিনকে কোন ভাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারেনি গুডনেইর্বাস ঠাকুর-দিনাজ প্রকল্পের সহায়তায়  আজরিনের চিকিৎসার ব্যবস্থা করা হয় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক স্পেশালিস্ট ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান আজরিন জন্ম থেকেই হৃদরোগে ভুগছে এবং যত দ্রুত সম্ভব আজরিনের হার্টের অপারেশন করতে হবে গত ডিসেম্বর ২০১২ ডা: মো: সরোয়ার কামাল এর তত্ত্বাবধানে আজরিনের হার্টের অপারেশন  সফলভাবে সম্পন্ন হয় 

আজরিন বোনদের সাথে খেলছে  (বর্তমানে)
বর্তমানে আজরিন নিয়মিত স্কুলে যাচ্ছে এবং সে এখন সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করছে
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন