গুডনেইর্বাস ঠাকুর-দিনাজ প্রকল্প
গত ৭ জানুয়ারি ২০১২ তারিখে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঠাকুর-দিনাজ প্রকল্প এলাকায় ৪টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুডনেইর্বাস ঠাকুর-দিনাজ প্রকল্পের স্পন্সর শিশু, সুকুমার অধিকারী ও তার পরিবার সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িটি ছিল গ্রামের একটু দূরবর্তী এলাকায় এবং বাড়ির আসে পাশে ছিল ক্ষেত, অন্যকোন বসত বাড়িও ছিল না। আসে পাশে জলের তেমন কোন উৎসও ছিল না। তাই অগ্নিকাণ্ড সবকিছু পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নিজেদের প্রাণ ছাড়া আর কোন কিছু রক্ষা করতে পারেনি ।
‘অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ির সবকিছু’ |
ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশাগ্রস্ত অবস্থা। তাদের খাবার ছিল না, শীত থেকে রক্ষা পাওয়ার জন্য শীত বস্ত্র বা বাসস্থান কোনটাই ছিল না। এই সময় গুডনেইর্বাস ঠাকুর-দিনাজ প্রকল্প এই পরিবারের পাশে এসে দাড়ায় এবং তাদের সার্বিক সহায়তা দেয়। সহায়তা প্রদানের মধ্যে ঘর বাড়ি পুনঃ নির্মাণ, বাড়িতে ব্যবহৃত প্রয়োজনীয়
তৈজসপত্র প্রদান, খাদ্য সামগ্রী সরবরাহ এবং পোশাক বিতরণ ছিল উল্লেখযোগ্য।
‘বর্তমান অবস্থা’ |
ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন