একটি সুখের হাসি, আমরা পাশে আছি
ইমন মিয়া আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে। ইমনের বাবা সিএনজি চালক। সিএনজি চালিয়ে যা আয় করেন তা দিয়ে ৬ সদস্যের পরিবারের খরচ যোগাতে হিমশিম খেতে হয়। ইমন অনেক দিন ধরে হার্নিয়ার রোগে ভুগছিল। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার দ্রুত অপারেশন করাতে বলেন। অপারেশনের টাকা যোগাড় করা ইমনের পরিবারের জন্য অসম্ভব ছিল। এসময় ইমনের পাশে এসে দাড়ায় গুডনেইর্বাস বাংলাদেশ। গুডনেইর্বাস বাংলাদেশ মৌলভী বাজার প্রকল্পের আর্থিক সহায়তায় গত ২৮ জানুয়ারি ২০১৩ মৌলভীবাজার মেডিকেল ক্লিনিকে ডাক্তার সুব্রত কুমার রায় এর তত্ত্বাবধানে ইমনের অপারেশন করা হয়। ইমন এখন সম্পূর্ণ সুস্থ। সে নিয়মিত স্কুলে যায় এবং খেলাধুলা করে। ইমনের মা-বাবা গুড নেইর্বাস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুডনেইর্বাস বাংলাদেশেল সকল কর্মীর দীর্ঘায়ু কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন