বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

রিয়া বেগমের গল্প - আশ্রয়হীনদের জন্য গুডনেইর্বাস বাংলাদেশের গৃহনির্মান

 একটি বাড়ি এবং দুশ্চিন্তামুক্ত ভবিষ্যত


স্বামীর সংসার থেকে বিতাড়িত পরের বাড়িতে আশ্রিতা রিয়া বেগমের জন্য মাথা গোজার জন্য একটি বাড়ি বানিয়ে দিয়েছে গুডনেইর্বাস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি।
মাথা গোজার স্থান বলতে তার ছোট একটি বাড়ি ছিল কিন্তু সেটা নদী গর্ভে বিলীণ হয়ে যায় অনেকদিন আগে।তারপর থেকে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একটু আশ্রয়ের জন্য। কেও হয়ত দয়া  করে করে কয়েকদিনের জন্য থাকতে দিতো। কিছুদিন পর আবার তাকে নতুন আশ্রয় খুজতে বের হতে হতো। প্রতিটি রাত কাটতো সন্তান নিয়ে কাল কোথায় আশ্রয় হবে এ দুশ্চিন্তায়। মানুষের বাড়িতে কাজ করে যা আয় হতো তাই দিয়ে কোন রকম দুবেলা হয়ত খাওয়া জুটতো  কিন্তু স্থায়ী একটি  বাড়ির কথা তিনি স্বপ্নেও ভাবেননি। যা তিনি স্বপ্নেও ভাবেননি তাই বাস্তবে রুপ দিলো গুডনেইর্বাস বাংলাদেশ। সমবায় সমিতির তত্তাবধানে তাকে তৈরি করে দেওয়া একটি বাড়ি। সন্তান নিয়ে এখন তিনি সে বাড়িতেই আছেন। আগের মত কাল কোথায় আশ্রয় হবে এ দুশ্চিন্তা করতে হয়না। সারাদিন মানুষের বাড়িতে কাজ করে রাতে স্বস্তিতে ঘুমাতে পারেন। মুখে আনন্দের হাসি নিয়ে রিয়া বেগম বলেন, “ এখন আমি আর আমার সন্তানের মাথার উপরে একটা আশ্রয় আছে।” উক্ত এলাকার চেয়ারম্যান সহ এলাকাবাসী গুডনেইর্বাস বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন