শনিবার, ৩ আগস্ট, ২০১৩

প্রিয়া খাতুন এর গল্প



 প্রিয়া খাতুন এর চোখে স্বপ্নেরা ঢেউ খেলে যায়


প্রিয়া খাতুন, দেখতে খুব মিষ্টি একটা মেয়ে দেখে বোঝা যায়না প্রকৃতি সব সুন্দরের মাঝেও বড় ধরনের একটি অভাব দিয়েছে মেয়েটিকে শ্রবন শক্তিহীন এই মেয়েটিকে পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে  আনার কত স্বপ্নইনা দেখেছে তার বাবা মা কিন্তু অর্থের অভাব যেখানে মুক্তির পথে বাধাঁ হয়ে দাড়াঁয় সেখানে আশা ভঙ্গের হতাশা কতটা জীবন ছাপিয়ে ভয়াবহ রূপ নিতে পারে ওদের দেখলেই তা বোঝা যায় সহজে।ছেলে হলে কথা ছিল, মেয়ে বলে কথা। নোংরা সমাজ গায়ে কালি ছুড়ে দিবে তাতে দ্বিধা কি? মেয়েদের কোন ঘাটতি বলে কথা। সে ঘাটতি প্রকৃতিগত হোক তাতে কি বা আসে যায়।শূণ্যে চোখ রেখে মেয়ের ভবিষ্য নিয়ে উদ্বিগ্ন প্রিয়ার মা এমনি কথা বললেন সেদিন। এই দুঃসময়ে সহজ-সুন্দর মেয়েটিকে পরিপূর্ণতার আলোয় আলোকিত করতে এগিয়ে আসে যে সেইতো সু- প্রতিবেশী। প্রিয়ার জীবনে এমনি সু- প্রতিবেশী রূপে পাশে এসে দাঁড়ালো গুড নেইবারস্ বাংলাদেশ। মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সুবিধাভোগী মেয়ে  প্রিয়া খাতুনের দুই কানের অপারেশনের জন্য ৮০,০০০ টাকার বাজেটই পাশ হল। দুই কানেরই অপারেশন  হল ঢাকাতে। প্রিয়াদের চোখে এখন আলোকিত স্বপ্নের ছোটাছুটি। অবাক বিস্ময় আর পরিপূর্ণ কৃতজ্ঞতায় মন ভরে গেল গুড নেইবারসের প্রতি। ছোট্ট মেয়েটি এখন দুই কানেই শুনতে পায়। দাঁড়িয়ে ছিল মেয়েটি। পিছন থেকে জিজ্ঞাসা করলাম কেমন আছ প্রিয়া ? ঘুরে হেসে সহজেই উত্তর দিল খুব ভাল। ওর চোখে স্বপ্নেরা ঢেউ খেলে যায়। এখন শুধু পরিপূর্ণ জয় আর নিঃসঙ্কোচে ছুটে চলা সামনের দিকে। জয়, প্রাপ্তি শুধু প্রিয়ার নয়, গুড নেইবারসের সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন