বুধবার, ২৬ জুন, ২০১৩

 আরিফুল ইসলামের পথচলা

আরিফুল ইসলাম

আরিফুল ইসলাম সিরাজগঞ্জ সিডিপির অন্তর্ভূক্ত একজন স্পন্সরড শিশু। সে ঘুড়কা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ১মস্থান অধিকারী ছাত্র। আরিফের বাবা একজন বৃদ্ধ গরীব বর্গাচাষী। বর্তমানে  তার পরিবারের সদস্য সংখ্যা ৪জন।  তার  পিতার উপার্জনে তার লেখাপড়ার খরচ চালানো অসম্ভব  ছিল। 

  
নিজ বাড়িতে ছাত্র-ছাত্রীদের পড়াতে ব্যস্ত আরিফুল ইসলাম
কিন্তু ভেঙ্গে পড়েনি আরিফ। শিক্ষার প্রতি প্রবল আগ্রহ তাকে লেখাপড়া থেকে দূরে  সরাতে পারেনি। গুডনেইর্বাস এর অনুপ্রেরণায় সে লেখাপড়ার প্রতি আরো আগ্রহী হয়ে ওঠে। তারপর  সে তার নিজ বাড়িতে  এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ছাত্র-ছাত্রীদের পড়ানো শুরু করে। সেইধারায় বর্তমানে তার ছাত্র-ছাত্রী সংখ্যা ১৭জন। ছাত্র  পড়ানো উপার্জিত অর্থ থেকে সে তার লেখাপড়ার খরচ বহনের পাশাপাশি পরিবারের বিভিন্ন চাহিদাপূরণ করে। এলাকাবাসীর অভিমত আরিফ অনেক গরীব, ভদ্র এবং মেধাবী ছেলে এবং তাকে নিয়ে তারা অনেক গর্বিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন