বুধবার, ২৬ জুন, ২০১৩

সজীবের গল্প

একটি সুখের হাসি, আমরা পাশে আছি


সজীব অপারেশানের পর
সজীব পাল গুড নেইর্বাস বাংলাদেশ দোহার প্রকল্পের একজন স্পন্সর শিশু । সে বেশ কিছুদিন যাবৎ শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিল। বিশেষ করে ঘুমের সময় নিঃস্বাস নিতে তার অনেক কষ্ট হতো । এমতাবস্থায় প্রথমে আমাদের প্রকল্পের ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করেন এবং তার কিছু প্যাথলজিকাল পরীক্ষা-নিরীক্ষা করান। এরপর তিনি সজীবকে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠান । তখন সজীবকে নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন ডা: মোস্তাফিজুর রহমানকে দেখানো হয় । তিনি সজীবকে দেখেন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করে যতদ্রুত সম্ভব অপারেশন করতে বলেন । সজীবের বাবা একজন কুমার, তিনি মাটির হাড়ি-পাতিল তৈরী করেন এবং মা গৃহিনী । তার বাবাই সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, তার সামান্য আয়ে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব। 

এমতাবস্থায় গুডনেইর্বাস বাংলদেশ সাহায্যের হাত বাড়িয়ে সজীবের পাশে এসে দাড়ায় । 
মায়ের সাথে সজীব
১৭  মে জয়পাড়া ক্লিনিকে সজীবের অপারেশন করানো হয় । বর্তমানে সে সুস্থ আছে । সে নিয়মিত স্কুলে যায় এবং খেলাধুলা করে । গুডনেইর্বাস থেকে এই সাহায্য পেয়ে সজীব এবং তার পরিবার খুব খুশি। তারা এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে গুডনেইর্বাসের কর্মকর্তাদের অনেক ধন্যবাদ জানায় । গুডনেইর্বাস এর পক্ষ থেকে আমরা সজীবের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন