২৩ মার্চ ২০১৩ গুডনেইর্বাস বাংলাদেশ ঘাটাইল ও কালাই প্রকল্পে বাল্যবিবাহের বিপক্ষে সচেতনতা গড়ে তোলার জন্য ‘বাল্য বিবাহ রোধ করব সুস্থ সবল জাতি গড়ব’ এই শ্লোগান নিয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর শিশুদের মা, শিক্ষক-শিক্ষিকা , স্বেচ্ছাসেবক ও প্রকল্পের কর্মীরা। প্রজেক্ট ম্যানেজার বাল্যবিবাহ প্রতিরোধে গুডনেইর্বাস বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন ২০১৩ সালে গুডনেইর্বাস বাংলাদেশ শিশু অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আর শিশু অধিকারের যে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে তা হল শতভাগ জন্ম নিবন্ধন করানো এবং বাল্যবিবাহ প্রতিরোধ।
অনুষ্ঠানে বক্তারা আরো স্মরণ করিয়ে দেন যে কোন ক্রমেই ১৮ বছর না হলে মেয়েদের এবং ২১ বছর না হলে ছেলেদের বিয়ে দেয়া যাবে না। আর এ নীতির অবাধ্য হলে এর জন্য আইনগত ব্যাবস্থা(শাস্তি) রয়েছে। তাই তারা মায়েদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে বলেন যে তাদের কোন সন্তানকেই তারা বাল্যবিবাহ দেবেন না। মায়েদের প্রতিজ্ঞামূলক স্লোগানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন