গুডনেইর্বাস বাংলাদেশ এর সকল প্রকল্পে মহান স্বাধীনতা দিবস ২০১৩ উদযাপন করার জন্য প্রকল্পের কর্ম এলাকাগুলোতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
মহান এই দিবসটি উদযাপন করার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় তা হলঃ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, র্যালী, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। দিবসটি পালনের উদ্দেশ্য ছিল যাতে স্বাধীনতা সর্ম্পকে শিশুদের মাঝে স্বচ্ছ ধারণা দেয়া, তাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা হয় যাতে তাদের মাঝে দেশের প্রতি দায়িত্ববোধ আরও বৃদ্ধি পায়। উক্ত অনুষ্ঠানগুলোতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ, প্রকল্পের প্রতিনিধি এবং পেপস্ ও সেপস্ সেন্টারের শিক্ষকবৃন্দ। মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন