বুধবার, ১৫ মে, ২০১৩

বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কার্যক্রম

২৩ মার্চ ২০১৩ গুডনেইর্বাস বাংলাদেশ ঘাটাইল কালাই প্রকল্পে বাল্যবিবাহের বিপক্ষে সচেতনতা গড়ে তোলার জন্যবাল্য বিবাহ রোধ করব সুস্থ সবল জাতি গড়বএই শ্লোগান নিয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় 
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর শিশুদের মা, শিক্ষক-শিক্ষিকা , স্বেচ্ছাসেবক প্রকল্পের কর্মীরা প্রজেক্ট ম্যানেজার বাল্যবিবাহ প্রতিরোধে গুডনেইর্বাস বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি বলেন ২০১৩ সালে গুডনেইর্বাস বাংলাদেশ শিশু অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে আর শিশু অধিকারের যে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে তা হল শতভাগ জন্ম নিবন্ধন করানো এবং বাল্যবিবাহ প্রতিরোধ  অনুষ্ঠানে বক্তারা আরো স্মরণ করিয়ে দেন যে কোন ক্রমেই ১৮ বছর না হলে মেয়েদের এবং ২১ বছর না হলে ছেলেদের বিয়ে দেয়া যাবে না আর নীতির অবাধ্য হলে এর জন্য আইনগত ব্যাবস্থা(শাস্তি) রয়েছে তাই তারা মায়েদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে বলেন যে তাদের কোন সন্তানকেই তারা বাল্যবিবাহ দেবেন না মায়েদের প্রতিজ্ঞামূলক স্লোগানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়

মহান স্বাধীনতা দিবস উদযাপন


গুডনেইর্বাস বাংলাদেশ এর সকল প্রকল্পে মহান স্বাধীনতা দিবস ২০১৩ উদযাপন করার জন্য প্রকল্পের কর্ম এলাকাগুলোতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়  

মহান এই দিবসটি উদযাপন করার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় তা হলঃ জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন, র‌্যালী, আলোচনা সভা, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ দিবসটি পালনের উদ্দেশ্য ছিল যাতে স্বাধীনতা সর্ম্পকে শিশুদের মাঝে স্বচ্ছ ধারণা দেয়া, তাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা হয় যাতে তাদের মাঝে দেশের প্রতি দায়িত্ববোধ আরও বৃদ্ধি পায় উক্ত অনুষ্ঠানগুলোতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ, প্রকল্পের প্রতিনিধি এবং পেপস্ সেপস্ সেন্টারের শিক্ষকবৃন্দ মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়