২১ ফেব্রুয়ারি ২০১৩ ছিল আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস। প্রত্যেকটি বাঙালির কাছে এদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুডনেইর্বাস দোহার প্রকল্প অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করেন। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক,অতিথি ও কর্মীবৃন্দ সহ মোট ৫১১ জন অংশগ্রহণ করেন। এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল দিবসটির তাৎপর্য ও দেশাত্ববোধ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এই অনুষ্ঠানের বিশেষ অংশে ছিল প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ব্যক্তিবর্গের বক্তব্য। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দেশাত্ববোধক গান, নাচ ও কবিতা আবৃতি করেন। এই ধরনের দিবস উদযাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ইত্যাদির ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন