সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

সখিপুর প্রকল্প - মেডিকেল সার্ভিস ক্যাম্প



‘উপজেলা নির্বাহী অফিসার ঔষধ তুলে দিচ্ছেন শিশুর হাতে’
গত ২৭  জানুয়ারি গুডনেইর্বাস সখিপুর প্রকল্পে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্প মাল্টিভিটামিন বিতরণ অনুষ্ঠান এই ক্যাম্পে সখিপুর প্রকল্পের আওতায় ১১০৫ জন স্পন্সর শিশু এবং তাদের পিতা মাতা অংশগ্রহণ করেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিস: সুলতানা রাজিয়া, সখিপুর মিশন উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মি: শামূয়েল চিসিম ডাক্তার শাহীন এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেপ্স শিক্ষক, সিডিসি সদস্য, ভলানন্টিয়ার এবং আরো অনেকে প্রধান অতিথি মিস. সুলতানা রাজিয়া বলেন, ‘এই প্রোগ্রাম স্পন্সর শিশু এবং তার পরিবারের জন্য অনেক ভাল কারণ অনেকেরই সামর্থ হয় না বাইরে ভাল ডাক্তার দেখানোর সখিপুর মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা থাকলে আমাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে গুডনেইর্বাস প্রতিনিয়ত কমিউনিটি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিশেষে প্রকল্পের নিয়মিত ডাক্তার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরে শিশুদের মাঝে মাল্টিভিটামিন বিতরণ করা হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন