গুড নেইবারস বাংলাদেশ
ঘাটাইল শিশু পরিষদের সাফল্য
ঘাটাইল শিশু পরিষদের সাফল্য
হানিফা আলীর গল্প
হানিফা আলী |
গত ১১জুন ২০১৩ ইং শিশু পরিষদের সদস্যগন হানিফা আলী নামের একজন নিয়মিত ছাত্রের বাড়ী পরিদর্শন করে। আই ডি নং - বিজিডি-০১০৬-সি০০৭৫২। শিশুটি নিয়মিত স্কুলে আসতো কিন্তু পরীক্ষায় অংশগ্রহন করছিলনা। সেই শিশুটি অটো রিক্সা চালাতে শুরু করে। তাই শিশু পরিষদের সদস্যগন সেই শিশুর বাড়ী পরিদর্শন করে এবং তার বাবা ও মাকে বোঝায় যেন শিশুটি পরীক্ষাতে অংশগ্রহণ করে। পরবতীতে শিশুটি ১৩জুন থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে এবং বর্তমানে নিয়মিত স্কুলে আসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন