রবিবার, ৭ জুলাই, ২০১৩

হানিফা আলীর গল্প

গুড নেইবারস বাংলাদেশ
ঘাটাইল শিশু পরিষদের সাফল্য

হানিফা আলীর গল্প

 

হানিফা আলী
গত ১১জুন ২০১৩ ইং শিশু পরিষদের সদস্যগন হানিফা আলী নামের একজন নিয়মিত ছাত্রের বাড়ী পরিদর্শন করে। আই ডি নং - বিজিডি-০১০৬-সি০০৭৫২। শিশুটি নিয়মিত স্কুলে আসতো কিন্তু পরীক্ষায় অংশগ্রহন করছিলনা। সেই শিশুটি অটো রিক্সা চালাতে শুরু করে। তাই শিশু পরিষদের সদস্যগন সেই শিশুর বাড়ী পরিদর্শন করে এবং তার বাবা ও মাকে বোঝায় যেন শিশুটি পরীক্ষাতে অংশগ্রহণ করে। পরবতীতে শিশুটি ১৩জুন থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে এবং বর্তমানে নিয়মিত স্কুলে আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন