একটি সুখের হাসি, আমরা পাশে আছি
আরিফ খান গুড নেইবার্স বাংলাদেশ মিরপুর প্রকল্পের একজন স্পন্সর শিশু। আরিফ অনেকদিন ধরে ঠান্ডা জ্বর ও গলার সমস্যায় আক্রান্ত ছিল। ২০১২সালের জুন মাসে তার ক্রমিক টনসিলাইটিস সমস্যা ধরা পরে। আরিফের বাবা থেকে ও না থাকার মত। আরিফ তার মায়ের উপর নির্র্ভরশীল। তার মা বাসাবাড়ীতে কাজ করে কোন রকম ডাল ভাত খেয়ে জীবন যাপন করে। প্রকল্পের ডাক্তার মিস. নার্গিস জাহান শাপলা প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা দেন কিন্তু এতে তেমন কোন অগ্রগতি হয়নি। টনসিল বড় হয়ে প্রায় গলাবন্ধ হবার উপক্রম হয় এবং সে কোন শক্ত খাবার গিলে খেতে পারত না । তারপর ভাল চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়। বিশেষজ্ঞ ডাক্তার তাকে ঔষধ দিলেও অবিলম্বে অপারেশন করার পরামর্শ দেন। একদিকে চিকিৎসা অন্যদিকে অভাব । এই সময় গুড নেইর্বাস বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে আরিফের পাশে এসে দাড়ায়। ২২ ডিসেম্বর ২০১২ আরিফের টনসিল অপারেশন করা হয়।
(অপারেশেনের পর হাসপাতালে) |
বর্তমানে আরিফ সুস্থ্য। ছেলের সুস্থ্যতা মার মুখে হাসি ফুটিয়েছে। আরিফ খানের মা সাহায্যের জন্য গুডনেইর্বাসের কাছে কৃতজ্ঞ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থ জীবন কামনা করি।
(বর্তমানে আরিফ খান) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন